ছাতকে বন্যার্তদের মাঝে আলোর দিশারী’র খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২২, ৮:৫৭:২৪ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, সিলেট ও সুনামগঞ্জবাসীসহ অনেক এলাকার বাসিন্দারা স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। অপরদিকে বন্যার্তদের জন্য দেশ-বিদেশের শুভাকাঙ্খীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অনুপ্রাণিত করছে। তিনি বলেন, আল্লাহ তা’য়ালার নির্দেশনার আলোকে বলা যায় যে, সম্পদশালীদের সহায়তা প্রদান করুণা নয়, বরং গরীব ও বঞ্চিতদের অধিকার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালা তাদের প্রতি দয়া করেন না। তাই বিপদে আপদে একে অপরের পাশে থাকা উচিৎ।
তিনি শনিবার সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের দ্বারা পরিচালিত মানবতার কল্যাণে নিয়োজিত সংগঠন আলোর দিশারী ৫৫৫ কর্তৃক আয়োজিত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তরুণ সমাজসেবক উবায়দুল হক শাহীনের সভাপতিত্বে ও সুজন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের অর্থ সম্পাদক মেহেদী হাসান মিরাজ ও সদস্য মুকিবুর রহমান। এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন, সমাজসেবী কামাল আহমদ ও জাকির হোসেন শিপু। উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা জাকির হোসেন, সুজন আহমদ, সাজ্জাদ মিয়া, দেলোয়ার হোসেন, আলহাজ্ব আতিকুর রহমান ও আব্দুল মুকিত।
সংগঠনের সভাপতি মোঃ মনির হোসাইন, সহ-সভাপতি মোঃ হাবিল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন জহির, সহ-সাধারণ সম্পাদক মোঃ হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা মানবতার কল্যাণে নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখতে চাই। অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত করেন হাফিজ হাফিজুর রহমান এবং শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন ইমাম ক্বারী সিরাজুল ইসলাম। – বিজ্ঞপ্তি