বিয়ানীবাজার পৌরসভায় প্রশাসক নিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২২, ৯:১০:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী ১৫ জুন সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন। নির্বাচনে সকল প্রার্থী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে মন্ত্রণালয় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আর এই দায়িত্ব পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর।
আজ রোববার কিংবা সোমবার তার দায়িত্ব গ্রহণের সম্ভাবনা রয়েছে। নির্বাচন শেষে নবনির্বাচিত মেয়রের হাতে (শপথের পর) উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে পৌর মেয়র আব্দুস শুক্কুর জালালাবাদকে বলেন, মন্ত্রণালয় থেকে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে শোনেছি। তবে সেটি আগামী সপ্তাহে কার্যকর হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর জালালাবাদকে বলেন, প্রশাসকের দায়িত্বের ব্যাপারে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববার অথবা সোমবার চিঠি আসতে পারে। সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে চিঠি পেলে দায়িত্ব পালন করবো।