জৈন্তায় বন্যার্তদের মাঝে জাপা’র ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২২, ৯:৪৮:৩৭ অপরাহ্ন
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শনিবার দুপুরে ত্রাণ বিতরণ করেছে জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টি। ত্রাণ বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটবাসীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ জন্য জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধ্যমত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন দিলু, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম ইসমাইল আলী আশিক, সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান বাদশা, সহসভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক এম বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বশির আহমদ, জাপা নেতা আকমল হোসেন চৌধুরী, ইসমত আলী, আং নুর, হাজী জালাল উদ্দিন, আলী আকবর, আরিফুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি