জকিগঞ্জে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২২, ১০:৩০:৩৭ অপরাহ্ন
বন্যায় বিপর্যস্থ জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ২৮ মে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ অঞ্চলে এলাকার দেশি ও বিদেশী সূধী-শুভাকাঙ্খীদের অর্থায়নে এলাকার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আফতবুর রহমান, শাহনুর আহমদ মেম্বার, জয়নাল আবেদীন, জাবেদ আহমদ, মাওলানা জামিল আহমদ, ছাত্রনেতা নাজমুল ইসলাম প্রমূখ।
এসয় বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি