দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক স্বাধীনতা নিশ্চিত রাখতে হবে: বাইডেন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২২, ১০:৩৯:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমিতে প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের দক্ষিণ চীন সাগরে ‘সামুদ্রিক স্বাধীনতা’ নিশ্চিত রাখতে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মার্কিন নৌ ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখল করে ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ‘ব্যাকফায়ার করেছে’।
মেরিল্যান্ডের অ্যানাপোলিসে ১ হাজার ২০০ স্নাতক ক্যাডেটের উদ্দেশে বাইডেন বলেন, এই ক্যাডেটরা এমন এক সময়ে সামরিক বাহিনীতে প্রবেশ করতে যাচ্ছে যখন বিশ্ব জুড়ে নানা চ্যালেঞ্জ বিরাজ করছে। তাদের দায়িত্ব হবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অনিশ্চিত বিশ্বকে স্হিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, ‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিতে আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকব।’
সম্পÌতি এশিয়ায় প্রায় এক সপ্তাহ কাটানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক এলাকা হবে সেখানকার প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের ব্যাপারে মার্কিন প্রতিক্রিয়ার ‘অগ্রভাগ’। তিনি বলেন, ‘আপনারা পথের আন্তর্জাতিক নিয়ম সুরক্ষিত রাখবেন, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের ভবিষ্যত্ লিখবেন, দক্ষিণ চীন সাগর ও এর বাইরেও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবেন; নৌপথ যেন অবাধ ও নিরাপদ থাকে তাও নিশ্চিত রাখতে হবে আপনাদের।’