এক সপ্তাহ পর করোনায় ১ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২২, ৮:১১:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার ২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই ২৫ জনের শনাক্ত হয়।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৩। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৯। করোনা শনাক্ত হয়েছিল ৪০ জনের।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৪ জন করে এবং খুলনায় একজনের সংক্রমণ শনাক্ত হয়। ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে কারও সংক্রমণ শনাক্ত হয়নি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।