কোম্পানীগঞ্জে বন্যার্তদের জন্য বিভাগীয় কমিশনারের মানবিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২২, ৮:৩৮:১০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪’শ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন বিভাগীয় কমিশনার ড. মোঃ মোশাররফ হোসেন।
জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তেলিখাল ও প‚র্ব ইসলামপুর ইউনিয়নের ৩০০ পরিবার এবং উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ মুক্তিযোদ্ধা পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১০০ গ্রাম মরিচের গুড়া ও ১০০ গ্রাম হলুদের গুড়া প্রদান করা হয়।
এসময় মানবিক সহায়তা হিসেবে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী স¤প্রদায়ের ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা ইউসিসিএ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন আরিফ, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, ক্ষুদ্র নৃগোষ্ঠী স¤প্রদায়ের নেতা কাজল সিংহ প্রমুখ। এর আগে বিভাগীয় কমিশনার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ পৌঁছে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।