জামের কেজি ২৫০ টাকা!
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ১২:৩০:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এখন চলছে মধু মাস। বাজারে আম, লিচু, আনারস আর কাঁঠালের পাশাপাশি উঠতে শুরু করেছে জাম। জৈষ্ঠ্য মাসে জামের ভরা মৌসুম হলেও এবার জাম আসতে দেরী হচ্ছে। ফলে বাজারে জামের কেজি ২০০ থেকে ২৫০ টাকা। দাম বেশী হওয়ায় সাধ থাকা স্বত্ত্বেও সাধ্য না থাকায় জাম কিনতে পারছেন না অনেকেই।
নগরীতে সোমবার একাধিক জাম ব্যবসায়ী জানান, জাম গ্রীষ্মকালীন অন্যতম ফল হলেও অন্যান্য মৌসুমি ফলের তুলনায় পুষ্টিগুণে ভরপুর থাকায় সিলেটে এর চাহিদাও বেশী। অন্য বছরের তুলনায় এবার জামের ফলন কিছুটা কম হলেও বিক্রিতে বেশ ভালো দাম পাচ্ছেন তারা। বর্তমান বাজারে প্রতি কেজি জাম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। কারণ আমাদেরকে জাম বেশী দামে কিনতে হচ্ছে। ফলে বেশী দামে বিক্রি করা ছাড়া আমাদের উপায় নেই।