ফেঞ্চুগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ৬:৪১:৩৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
ফেঞ্চুগঞ্জে গাছ থেকে পড়ে কনু মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম আশিঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনু মিয়া আশিঘর গ্রামের মৃত অফি উল্লাহ-এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কনু মিয়া লিচু পাড়তে গাছে উঠেন। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।