সুহাসিনী দাশের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ সভা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ৭:২০:২৩ অপরাহ্ন
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, আজীবন ব্রতী সুহাসিনী দাশের কর্মময়তাকে ধারণ করে ঋদ্ধ হবে শিক্ষার্থীরা।
তিনি সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর ঐতিহ্যবাহী উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস আয়োজিত সুহাসিনী দাশের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য প্রফেসর অরুণ চন্দ্র পাল এর সভাপতিত্বে ও ছাত্রাবাসের শিক্ষার্থী কংকন আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, জালালাবাদ গ্যাসের ডিজিএম জীতেন্দ্র কুমার তালুকদার, সিলেট সিভিল সার্জন অফিসের সুপারেন্টেন্ড প্রবোধ রঞ্জন দাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রাবাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। সভায় বক্তব্য রাখেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষয়িত্রী দেবশ্রী দাশ, প্রভাষক গোপীকা রঞ্জন দাশ কাজল, শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার সূত্রধর, নীপা দেবনাথ প্রমুখ। এছাড়াও ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য এডভোকেট বিজয় কুমার দেব বুলু, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সাধারণ সম্পাদক বিনয় ভ‚ষণ তালুকদারসহ ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্খিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রভাতী গোস্বামী, মৌটুসী দাশ, পাপড়ি দাশ, কংকন আচার্য্য, সুপ্রিয়া চৌধুরী।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা শ্রীহট্ট মাতার কৃতি সন্তান, আজীবন ব্রতী সুহাসিনী দাশের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে উপস্থিত সকলকে নৈশ্যভোজে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি