সিলেট বিভাগে বিএনসিসি’র শ্রেষ্ঠ শিক্ষক মনিরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ৭:২৮:৫৩ অপরাহ্ন
মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর আহবায়ক ও সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং সদস্য সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান সোমবার স্বাক্ষরিত আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের চূড়ান্ত ফলাফল বিবরণীতে সিলেট সদর সিলেটের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম এর নাম প্রকাশ করা হয়।
লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম মদন মোহন কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিন বার তিনি শিক্ষক পর্ষদ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অজ্জুন ম্যাডাম সহ সহকর্মী, কর্মকর্তা ও কর্মচারীদের অনুপ্রেরণায় এই অর্জন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি