ওসমানীনগরে ৫ গরু চুরি
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ৮:২৮:২৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে গভীর রাতে গোয়ালঘরের দরজার তালার হুক কেটে ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫টি গরু চুরি হয়েছে। ঘটনার পর গরুর মালিক ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, মঙ্গলবার ভোর রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে খালিছুর রহমান (৪৫) এর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ৩০ মে সন্ধ্যা রাতে খালিছুর রহমান গোয়ালঘরের দরজার তালা বন্ধ করে রাত ১১টায় ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৫টায় ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। এসময় গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালার হুক কাটা এবং ঘরে থাকা ২টি গাভী এবং ৩ টি মাঝারী সাইজের গরু নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজির পর গরুর কোন সন্ধান না পেয়ে ওসমানীনগর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ এস এম মাঈন উদ্দিন বলেন, গরু চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।