ছাতকে আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২২, ৬:৩৫:৪৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম দেলওয়ার হোসেন চয়নের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল হাসনাত, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুস সহিদ মুহিত, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য জয়নাল আবেদীন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেল, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।