গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২২, ৭:০৬:৪৪ অপরাহ্ন
গোয়াইনঘাটে ইসিএ জোন ও ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও বলগেট জাহাজ চলাচল বন্ধ এবং নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন পশ্চিম আলীরগাও ইউনিয়নবাসী। বুধবার বিকেলে উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়নের বাংলাবাজার মুকতলায় গোয়াইন নদীর পাড়ে এ মানববন্ধন কর্মস‚চি পালিত হয়।
এসময় এলাকার মুরব্বি ও ইউপি সদস্য ইদ্রিস আলী, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন, আবদুল জলিল, ন‚র আহমদ, মকলিস আহমদ, আজমত উল্লাহ, আবদুল আজিজ, মোক্তার আহমদ, আবদুল হান্নান, আব্দুস শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, বুধবার দুপুরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব বরাবর একই বিষয়ে ইউনিয়নবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়, উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়নের গোয়াইন নদীর তীরবর্তি প‚র্ণানগর হতে বুধিগাও পর্যন্ত গ্রামগুলোতে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। কিন্তু পশ্চিম আলীরগাও ও জাফলংয়ে কার্যত কোনো বালু মহাল নেই এবং সরকারও লিজ দেয়নি। তারপরও উক্ত এলাকা থেকে ড্রেজার লাগিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। তার সাথে বড় বড় বলগেট, বড় নৌকা অতিরিক্ত বোঝাই করে চলাচল করায় সৃষ্ট ঢেউয়ে ভাঙ্গন বেড়ে গ্রাম বিলীনের পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য দ্রæত এসব জাহাজ ও নৌকা চলাচল এবং বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা। বিজ্ঞপ্তি