জিয়ার মৃত্যুবার্ষিকীতে মহিলাদলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২২, ৮:১৬:১৬ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপীর বাসায় এই সভা অনুষ্ঠিত হয় ।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুমের পরিচালনায় সভার শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সামিয়া বেগম চৌধুরী, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র এ্যাড. রোকশানা বেগম শাহনাজ, জেলা মহিলা দলের সহ-সভাপতি আম্বিয়া বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলি আক্তার, সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহ-দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, প্রচার সম্পাদক সালমা আক্তার, লিটা বেগম।
সভায় উপস্থিত ছিলেন মনি বেগম, আফিয়া বেগম, কুলসুম বেগম, শরিফা বেগম, ডলি বেগম, ঝুমা আক্তার, শারমিন আক্তার, তানিয়া বেগম, তানজিনা বেগম, তানি বেগম, মুন্নি বেগম, রিনা সুলতানা, ছালেহা বেগম, জেসমিন বেগম, শিবলী বেগম প্রমূখ। বিজ্ঞপ্তি