যুক্তরাজ্যে জিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রমিকদলের সভা
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২২, ৮:১৭:৫১ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার যুক্তরাজ্যে শ্রমিকদলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ রাজ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক দেল নেতা ফেরদৌস আহমদ, আব্দুর রহিম, ফাহিম আহমদ, কাজী মোজাম্মেল হোসাইন, মোঃ জাকির হোসেন, তৌহিদ আহমেদ, রানু মিয়া, ফরহাদ আহমেদ, আজহারুল আমিন, শাহরিয়ার আফজল চৌধুরী, আবু খালিদ, আবিদুর রহমান শাকিল, মিলাদ আহমদ, সেলিম আহমদ প্রমূখ। এছাড়া সভায় যুক্তরাজ্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে শ্রমিক দল নেতৃবৃন্দ মিছিল সহকারে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত আলোচনা সভায় যুক্তরাজ্য শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি