বিজিবি মহিষ আটকানোর পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২২, ৮:৫০:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক মহিষ আটকানোকে কেন্দ্র করে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিক ও জনতা। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর বাজার থেকে ডিআই ট্রাকে করে ৩টি মহিষ সিলেটের দিকে নিয়ে আসার পথে সারিঘাট বাজারে জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গাড়িটি আটক করে। চোরাই পথে মহিষগুলো ভারত থেকে দেশে নিয়ে আসা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে এগুলো আটক করে বিজিবি। এ সময় গাড়িচালক বিজিবিকে জানান- মহিষগুলো জৈন্তাপুর বাজার থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে জানিয়ে ক্রয়-বিক্রয়ের রশিদও বিজিবিকে দেখান। এরপরও বিজিবি মহিষ না ছাড়লে পরিবহন শ্রমিক ও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতাকে বুঝিয়ে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ক্রয়-বিক্রয়ের রশিদ দেখে মহিষসহ গাড়ি ছেড়ে দেয় পুলিশ। পরিস্থিতি শান্ত হলে দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পরিবিহন শ্রমিকরা অভিযোগ করে বলেন- মহিষ ক্রয়-বিক্রয়ের রশিদ দেখানোর পরও পিকআপ চালককে বিজিবি মারধর করেছে। ফলে তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, মারধরের বিষয়টি আমরা নিশ্চিত নই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।
মারধরের বিষয়ে জানতে বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের কামান্ডার আব্দুর রহিম বলেন, সারিঘাট বাজারে গাড়িতে মহিষ দেখে বিজিবি সদস্যরা সিগন্যাল দিতেই গাড়িটি পালাতে চায় এবং আরেকটি গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এসময় মহিষ কোথা থেকে নিয়ে আসা হচ্ছে জিজ্ঞেস করলে ডিআই ট্রাক চালক মহিষগুলো ভারতীয় বলে জানায়। এসময় মহিষ গাড়ি নামাতে বললে স্থানীয় কিছু জনতা ও পরিবহন শ্রমিকরা বাধা দিয়ে বিজিবি সদস্যদের সাথে মারমুখী আচরণ করে। পরে কোথা থেকে মহিষ ক্রয়ের একটি রশিদ নিয়ে আসলে পুলিশ তা দেখে মহিষ ছেড়ে দেয়। মারধরের অভিযোগ মিথ্যা জানিয়ে ক্যাম্প কামান্ডার বলেন, প্রথমেই রশিদ দেখাতে পারলে আমরা এগুলো নিশ্চয়ই আটক করতাম না।