২৪নং ওয়ার্ডে মহানগর বিএনপির খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২, ৯:১২:৫৫ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, নিত্যপণ্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ট হতে চলেছে। মানুষ ঠিকমতো দুবেলা ভাত খেতে পারছেনা। এরমধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে।
তিনি বুধবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২৪নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের সাংগঠনিক টিম প্রধান সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিতে¦, ২৪নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য পিয়ার উদ্দিন পিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, ২৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী সাবুল, আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, মাছুম আহমদ, রহিম আলি রাসু, ২২নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সোলেমান খান, ২৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকওয়ান হোসেন, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইনরান আলী, যুবদল নেতা আব্দুল হাফিজ দিলওয়ার, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুক্তা আহমেদ, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আলাল হোসেন শিমুল, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন মনসুর প্রমূখ। বিজ্ঞপ্তি