মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৬:২৪:৪৮ অপরাহ্ন
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা-নেত্রী কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার পৌরসভা জামায়াত।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মৌলভীবাজার পৌর শহরের এম সাইফুর রহমান রোড থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজারে এসে সমাবেশে মিলিত হয়। পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেকুল ইসলাম ও জেলা শিবিরের সভাপতি হাফেজ ফারুক আহমদ মঞ্জু প্রমুখ। বিজ্ঞপ্তি