সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইনোভেশন পুরষ্কার পেলো জেলা পরিষদ
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৬:৩০:৩৬ অপরাহ্ন
সিলেট বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২২ এ জেলা পরিষদ সিলেট ‘চার চাকায় ব্যাংকিং’ বিভাগের শ্রেষ্ঠ ইনোভেশন পুরষ্কার অর্জন করেছে ।
বুধবার বিকেলে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট বিভাগীয় ইনোভেশন শোকেসিংএর পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদীন। জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদীনের উদ্ভাবিত চার চাকার ব্যাংকিং কার্যক্রমের উপর এ পুরষ্কার প্রদান করা হয়।
চার চাকার ব্যাংকিং লেনদেন সিলেটে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নতুন এ কার্যক্রম উপকারভোগীদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে এর মাধ্যমে বয়স্ক ও অসুস্থ লোকেরা তাদের সুবিধামত স্থান থেকে এ সেবা গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। নতুন এ ব্যাংকিং কার্যক্রমে ইতোমধ্যে সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ২শত মার্চেন্ট পয়েন্ট এর ২ হাজারের বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান করছে।
জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদিন সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশনভুক্ত সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চার চাকার ব্যাংকিং সেবা চালু করেন। জেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা ও শহর সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এতে অনলাইন ডাটাবেজ থেকে ভাতা গ্রহীতাগণের কাছ থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে একাউন্ট খোলাসহ অসুস্থ প্রতিবন্ধী ভাতাভোগীগণ তাদের সুবিধামতস্থানে ভাতা প্রদানের উদ্যোগ নেন। বিজ্ঞপ্তি