জাতীয় ইমাম সমিতি মহানগরের সভা
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৬:৩৫:৪৭ অপরাহ্ন
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়শা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতা নূপুর শর্মা এবং নাভিন কুমার জিন্দালের অশালীন বক্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর সিটি পয়েন্টে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর। বুধবার রাতে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা নুর আহমদ ক্বাসেমী, মাওলানা আহমদ, মাওলানা এখলাসুর রাহমান, মাওলানা হিফজুর রাহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আশরাফুদ্দীন চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা মাওলানা মাসুম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, ইমাম সমিতি ১০ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মূজাহিদ, ১২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুনায়েম আহমদ, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুল হাসীব, ১৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবদুশ শহীদ, সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা আবিদ হাসান, ২৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা মুতাহির, ১৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুর রাহমান, ১৭ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মাওলানা খলীলুর রাহমান প্রমুখ। বিজ্ঞপ্তি