মাসুদ চৌধুরী’র মৃত্যুতে চেম্বারের শোক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৬:৩৮:০৯ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি, বেঙ্গল স্টোন ক্রাশার এর স্বত্বাধিকারী মাসুদ আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সিলেট চেম্বারের সভাপতিমন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন মহান আল্লাহ্ তাআলা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন। বিজ্ঞপ্তি