জাতীয় বাজেট গণকল্যাণমুখী ও সময়োপযোগী : চেম্বার
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৭:৪২:২৫ অপরাহ্ন
২০২২-২০২৩ অর্থবছরের জন্য বর্তমান পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে একটি ব্যবসা-বাণিজ্য ও শিল্পবান্ধব বাজেট জাতীয় সংসদে পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি ও বর্তমান সরকারকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
এটি দেশের ৫১তম, আওয়ামীলীগ সরকারের ২২তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। মহামারীর এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ ও বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়নে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শীর্ষক এই বাজেটে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে বলে চেম্বার নেতৃবৃন্দ আশাবাদী। ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেটের মোট আকার ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৫% শতাংশ ধরা হয়েছে যা বর্তমান সরকারের জীবনমান পরিবর্তনমুখী মনোভাবের বহিঃপ্রকাশ।
আগামী বাজেটে সবার জন্য পেনশন সুবিধা রাখা হয়েছে, যা সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সেই সাথে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে উৎপাদকের কাঁচামাল সরবরাহের উপর উৎসে কর ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীক পণ্য সরবরাহের উপর উৎসে করহার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসা হয়েছে। এছাড়াও পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এক হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেই সাথে কৃষি, শিল্প, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে বাস্তবায়িত হলে এই বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে সিলেট চেম্বার নেতৃবৃন্দ মনে করেন। বিজ্ঞপ্তি