সিলেটগামী ফ্লাইটের চট্টগ্রামে জরুরী অবতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৭:৫৬:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈরী আবহাওয়ার কারণে লন্ডন-সিলেট-ঢাকা রুটের বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে জরুরী অবতরণ করেছে। এছাড়াও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে জেদ্দা ও লন্ডনের দুইটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে।
বৃহস্পতিবার এসব ফ্লাইট অবতরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি জানান, লন্ডন-সিলেট-ঢাকা রুটের বিমানের একটি ফ্লাইট এবং জেদ্দা ঢাকা রুটের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া চট্টগ্রাম ছেড়ে যাওয়া বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইটও ঢাকায় নামতে না পেরে ফিরে এসেছে। ঢাকার আবহাওয়া অনুক‚লে এলে এসব ফ্লাইট পুনরায় উড়ে যায়।