জগন্নাথপুরে জমিয়তের মিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৮:৫৩:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা:
ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির ঘটনায় ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে চরম আঘাত হেনেছে, চলছে রক্তক্ষরণ। এ ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়ত নেতা সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবদুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা রশিদ আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুস সালাম প্রমূখ। এতে ধর্মপ্রাণ মুসলিম জনতা সহ সর্বস্তরের প্রতিবাদী মানুষ অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।