কানাইঘাট ও জৈন্তাপুরে ইনসান এইডের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৮:৫২:২৩ অপরাহ্ন
যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ইনসান এইডের উদ্যোগে কানাইঘাট ও জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মধ্যে প্রায় আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কানাইঘাট উপজেলার কায়স্থ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইনসান এইডের ওভারসীজ ডেভোলাপমেন্ট ম্যানেজার প্রকৌশলী নূর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ইনসান এইডের কানাইঘাট প্রতিনিধি হাফিজ জাহেদ আহমদ, ডা. ফারুক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরকত উল্লাহ, সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ, বাবুল আহমদ ও দরাজ উদ্দিন প্রমূখ।
কানাইঘাট উপজেলার কায়স্থ গ্রাম ও বাউরভাগ এলাকার শতাধিক পরিবারের মধ্যে ১৫০০ টাকা করে প্রদান করা হয়।
এদিকে, জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত পরিবারকে ১০০০ টাকা করে প্রদান করা হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা সৈয়দ আহমদ। বিজ্ঞপ্তি