গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৮:৫০:১৭ অপরাহ্ন
বর্ধিত গ্যাসের মূল্য অবিলম্বে স্থগিতকরণের দাবী এবং ভারতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগর ভবনের সামনে কামরান চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী পরবর্তী বন্যা, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বিশ্বব্যাপী মন্দা অবস্থা বিবেচনায় এনে এই জাতীয় দুর্যোগময় সময়ে আবাসিক গ্যাসের বর্ধিত দাম স্থগিত করার দাবী এখন জনদাবী। বর্ধিত দাম অবিলম্বে স্থগিত করে প্রধানমন্ত্রী ভাবমূর্তি অটুট রাখার আহবান জানান।
নেতৃবৃন্দ ভারতে ক্ষমতাসীন নেত্রী নুপুর শর্মা কর্তৃক একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাঃ ও মা হযরত আয়েশা সিদ্দিকা রাঃ-কে নিয়ে বিতর্কিত মন্তব্য ও কটুক্তিতে মুসলিম বিশ্বে রক্তক্ষরণ শুরু হয়েছে। ভারতে মুসলিম বিরোধী কর্মকাণ্ডের অনুরণনে পশ্চিম এশিয়ায় অস্থিরতা সৃষ্টির ঘটনা এটাই প্রথম নয়। রাষ্ট্রীয় প্রশ্রয়ে মুসলিম বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। কিন্তু এইবার ভারতের সাম্প্রদায়িক শক্তিরা স্পষ্টতই একটি লাল রেখা অতিক্রম করেছে। নেতৃবৃন্দ সর্বশক্তিমান আল্লাহ ও তাঁর রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ সম্পর্কে মন্তব্যকারী ও কটুক্তিকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে ইমানী দায়িত্ব পালন করার জন্য জোর দাবী জানান।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডাঃ মুখলিছুর রহমান।
কেন্দ্রীয় কমিটির সদস্য এম বরকত আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, তারেক আহমদ বিলাস, সরোজ ভট্টাচার্য্য, শাহিদুর রহমান জুনু, কয়েছ আহমদ সাগর, মাওলানা এমদাদুল হক জুম্মা, মুক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফুজায়েল আহমদ চৌধুরী, মুরব্বী মানিক রহমান, ভাসানী (ন্যাপ) সিলেট জেলা সেক্রেটারী কামাল আহমদ, দুনিয়া আখেরাত পার্টির সেক্রেটারী তারেক আহমদ প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আখলাক আহমদ। বিজ্ঞপ্তি