ফের ভোজ্যতেলের দাম বাড়লো
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৯:৫৬:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ফের ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বেড়েছে। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়ালো ২০৫ টাকা। গত কয়েক সপ্তাহ ধরে বোতলজাত পরিশোধিত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৮ টাকা ছিলো।
গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়েছে।
নতুন করে দাম বৃদ্ধির পর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৭ টাকা। যা আগে ৯৮৫ টাকা ছিলো। নতুন দামে মিল গেটে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৯৫২ টাকায়।
নতুন করে দাম বৃদ্ধির ফলে প্রতিলিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা। মিলগেটে খোলা সায়বিন তেলের দাম ১৮০ টাকা প্রতি লিটার ও পরিবেশকের দাম ১৮২ টাকা প্রতিলিটার। এদিকে প্রতি লিটার লুজ পামতেলের খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১৫৮ টাকা।