তাহিরপুরে মুসলিম জনতার বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৬:৩৪:০৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম জনতা।
শুক্রবার জুম’আর নামাজের পর উপজেলার সদর বাজারের শাহজালাল টাওয়ারে সম্মুখে তৌহিদী জনতার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ভারতে বিজেপির মুখপাত্র ন‚পুর শর্মা ও নবীন কুমার জিন্দালের পোষ্টারে আগুন লাগিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের কঠিন শাস্তির দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, হোসাইন শরীফ বিপ্লব, সবুজ মিয়া, তানবির আহমেদ লিংকন প্রমুখ।