ব্যবসায়ী মাসুদ চৌধুরীর ইন্তেকালে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৬:৪৯:৪১ অপরাহ্ন
নগরীর ব্যবসায়ী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, চেম্বারের সাবেক পরিচালক মাসুদ আহমদ চৌধুরী মাকুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাসুদ আহমদ চৌধুরী মাকুম ছিলেন একজন সজ্জন ব্যক্তিত্ব। দ্বীনদার ও পরোপকারি ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সকলের কাছে প্রিয় ব্যক্তি। তার মৃত্যুতে আমরা একজন সৎ ন্যায়পরায়ন ব্যবসায়ী নেতাকে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি