দক্ষিণ সুরমায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সভা
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৭:২৭:৪১ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ২ থানার অফিসার ইনচার্জ, রাজনীতিবিদ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের প্রসিকিউটর জীবন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন এসএমপির মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজ্জিদুল ইসলাম তুহিন, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরাম হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্টাতা আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস
চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানওয়ার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল প্রমুখ।