সুনামগঞ্জে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৭:৩১:৫১ অপরাহ্ন
শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থলে নিরাপদ বাংলাদেশ চাই ইউ.কে কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র মহি উদ্দীন তালুকদার, মোঃ মনিরুজ্জামান মানিক, সাকিব মোঃ আনিসুল ইসলাম, নূর ইসলাম ও রাহাত রুমির পরিচালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, শিক্ষানুরাগী মুজম্মিল আলী, বিএনপি নেতা আব্দুল লতিফ (ময়না), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন, সরকারি কলেজ শাখা সভাপতি খাইরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার শাখাওয়াত হোসেন রাজীম, সাবেক ওয়ার্ড মেম্বার জহুর উদ্দীন, ইমাম মমতাজ উদ্দীন ও জমিলুল হক। মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন মাহবুবুর রহমান ইকবাল, সাইফুর রহমান ও মীযানুর রহমান জুবায়ের। বিজ্ঞপ্তি