শ্রীরামপুর জামেয়ার প্রতিবাদ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৭:৩২:৫১ অপরাহ্ন
দক্ষিণ সুরমার জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর এর ডাকে মহানবী হযরত (স.)এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর মাদরাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সিরাজ উদ্দিন আহমদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ।
হাফিজ জাভেদ আহমদের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা শামছুল ইসলাম, শিক্ষক মাওলানা ওলিউর রহমান, জামেয়ার মুহাদ্দিস মাওলানা এনায়েত উল্লাহ। সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়ার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল হক।
সমাবেশে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জিলাল উদ্দিনসহ বক্তারা মহানবী স. এর অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরণের ঘটনায় বিশ্ব মুসলিমের অন্তরে আঘাত লেগেছে। এর সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। বিজ্ঞপ্তি