জগন্নাথপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফাটল
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৮:০৮:০৬ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরের ডাক বাংলো সড়কের পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের মূল স্তম্ভের পেছনের গোড়ায় ফাটল দিয়ে কিছু অংশ নিচের দিকে দেবে গেছে। এ সময় শহীদ মিনারের ফাটল অংশটি দ্রæত মেরামতের দাবি জানান পথচারী জনতা।
জানা গেছে, ২০১৩ সালে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পুরনো শহীদ মিনার ভেঙে নতুন আঙ্গিকে এ শহীদ মিনারটি পুননির্মাণ করা হয়। তৎকালীন জেলা প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন নবনির্মিত এ শহীদ মিনারটি উদ্বোধন করেন। এ শহীদ মিনারটি পুননির্মাণের ৯ বছরের মাথায় ফাটল দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী জুলাইয়ের মধ্যেই এ শহীদ মিনারে সংস্কার কাজ করা হবে।