জগন্নাথপুরে এসিল্যান্ডের ফোন নাম্বার ক্লোন
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৮:২৩:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাসের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার (০১৭৩০৩৩১১২০) ক্লোন করা হয়েছে। নাম্বারটি ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হচ্ছে।
তাই প্রতারক থেকে সাবধান থাকার জন্য বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে এ রকম কোন কল পেলে কোনোরূপ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় এবং সাথে সাথে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাসকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।