উলামা মাশায়েখ পরিষদ সিলেটের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৮:৩৫:১৮ অপরাহ্ন
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, মহানবী (সাঃ) মানবতার মুক্তিদ‚ত। দুনিয়ার মুমিন মুসলমানেরা রাসুল (সাঃ) কে তাদের জীবনের চাইতে বেশী ভালবাসে। সম্প্রতি ভারতে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তি করার মাধ্যমে মুসলিম উম্মাহর বুকে ছুরিকাঘাত করেছে। এর পরিনতি ভাল হবেনা। বক্তারা বলেন, ভারতে রাসুল (সাঃ) কে অবমাননায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ বিক্ষুব্ধ হলেও শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সরকারের নিরবতায় মুসলিম জনতা বিস্মিত হয়েছে। সরকারকে অবশ্যই এর রাষ্ট্রীয়ভাবে এর জোরালো প্রতিবাদ করতে হবে।
শুক্রবার বাদ জুম’আ নগরীর সিটি পয়েন্টে ভারতে রাসুল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। উলামা মাশায়েখ পরিষদ সিলেটের সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিক্ষোভ মিছিল প‚র্ববর্তী ও পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী ও ইসলামী চিন্তাবিদ শায়খ সাঈদ ন‚রুজ্জামান মাদানী।
এসময় উপস্থিত ছিলেন আলেমেদ্বীন মুফতি আলী হায়দার, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আসাদুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা শওকত আলী, ক্বারী আব্দুল বাসিত ও হাফিজ আব্দুল আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি