খেলাফত মজলিস মহানগর শাখার বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৮:৪১:৫৫ অপরাহ্ন
ভারতে বিজেপি’র মুখপাত্র কর্তৃক মহানবী (সঃ) এর অবমাননা ও কটুক্তির প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ নগরীতে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় সিলেট কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা কে.এম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা মনজুরে মাওলা, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সহ-অফিস ও প্রচার সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা শিব্বির আহমদ, জাহেদ আহমদ চৌধুরী ও শ্রমিক মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে সিলেট কালেক্টরেট জামে মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি