রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় এনাম উল ইসলাম সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৯:৩৩:০০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ভ‚ষিত হওয়ায় এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম উল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের মো. আব্দুল মছব্বির সিটির এনাম উল ইসলাম কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সহ-সভাপতি আনোয়ারা পারভীন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখলাকুর রহমান চৌধুরী সেলিম, বীর মুক্তিযোদ্ধা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর সামসুল ইসলাম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই, ঘিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মঈনুল আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডিরেক্টর নজরুল ইসলাম মতিন, বালাগঞ্জ প‚র্ব পৈলনপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল জলিল গ্রান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন জাফরী।