বালাগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৯:৩২:৪৯ অপরাহ্ন
বালাগঞ্জ সংবাদদাতা: স¤প্রতি ভারতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে সিলেটের বালাগঞ্জে মুসলিম জনতার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মুসলিম জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বালাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাস স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
সভায় বক্তারা বলেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করায় বিশ্ব মুসলিমের হৃদয়ে রত্তক্ষরণ হয়েছে। মহানবী (সা.) নিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তম‚লক শাস্তি নিশ্চিত না করলে বিশ্ব মুসলিম স¤প্রদায় ভারতকে বয়কট করবে।
এসময় বালাগঞ্জের সামাজিক রাজনৈতিক ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।