২ বছর পর জাপান প্রবেশের অনুমতি পেলেন পর্যটকরা
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৯:৩৫:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: করোনাভাইরাসের কারণে টানা দুই বছর বন্ধ রাখার পর শুক্রবার থেকে বিদেশি পর্যটকদের জন্য জাপানের বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে। কার্যত বিশ্বের ৯৮টি দেশের পর্যটকের জন্য জাপান তার বন্দরগুলো খুলে দিয়েছে। খবর জাপান টাইমস ও এনএইচকের।
জাপান সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডসহ ৯৮টি দেশের পর্যটকদের ভিসা ইস্যু করছে। জুনের শেষ নাগাদ বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য দুয়ার খুলে দেবে জাপান।
জাপানের পরিবহন ও পর্যটন মন্ত্রী তেতস্যু সাইতো এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা দেশের করোনা পরিস্থিতির ওপর নজর রেখে বিদেশি পর্যটকদের স্বাগত জানাব। জাপান এ বছরের মার্চ থেকে পর্যায়ক্রমে ব্যবসায়ী, ছাত্র এবং বিদেশে অবস্থানকারী জাপানি নাগরিদের জন্য সীমান্ত খোলে দেয়। জুনের ১০ তারিখ থেকে বিদেশি পর্যটকদের জন্যও খোলে গেল জাপানের দুয়ার।