বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৯:৫৩:৩৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ভারতের বিজেপির মুখপাত্র ন‚পুর শর্মা এবং তাদের মিডিয়া টিমের সদস্য নবীন জিন্দালের বিশ্বনবী মুহাম্মদ সা: ও হযরত আয়েশা রা: সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিস।
শুক্রবার আছরের নামাজের পর উপজেলার তেলিখাল বাজার থেকে প্রাথমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এতে হাজার হাজারো মুসলিম জনতা অংশগ্রহন করেন।
বিক্ষোভ পুর্ববর্তী সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাছুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহিম, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি হাফিজ মাজেদ আহমদ, তেলিখাল গ্রামের মুরব্বি তেরা মিয়া, শহীদ আহমদ, তেলিখাল মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজির আহমদ, শিক্ষাসচিব রুহুল আমিন, তেলিখাল জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, রামাইল জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, তেলিখাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজির উদ্দিন, উত্তর রনিখাই ছাত্র মজলিসের নেতা, আবদুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, ছাত্রনেতা ইসলাম উদ্দিন প্রমুখ।