সুনামগঞ্জে তাহসীনুল কুরআন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৭:১৯:৫০ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, অস্বচ্ছল লোকদের পাশে দাঁড়ানো দয়াদাক্ষিণ্য করা নয়, বরং নৈতিক দায়িত্ব। আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদেও সাধ্যমত অসহায় গরীব ও বঞ্চিতদের সহায়তায় এগিয়ে আসা উচিৎ। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।
তিনি শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে তাহসীনুল কুরআন ইউ.কে’র উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোঃ ইকরামুল হকের সার্বিক ব্যবস্থাপনা ও মীযানুর রহমান জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সমাজসেবী আব্দুল লতিফ, মাহবুবুর রহমান ইকবাল, শাখাওয়াত হোসেন রাজীম, মমতাজ উদ্দীন ও সাইফুর রহমান প্রমুখ। – বিজ্ঞপ্তি