বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৮:০০:২১ অপরাহ্ন
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দক্ষিণ বিয়ানীবাজারে এক সমাবেশে মিলিত হয়।
বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আতিকুর রহমান,বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুল আওয়াল,সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হামিদ খান।
সমাবেশে বক্তারা বলেন,প্রতিটি মুসলমানের হৃদয়ে নিজের জীবনের চাইতেও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে অপমানজনক বক্তব্য কেনো মুসলিম সহ্য করতে পারে না। তাই ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁঁসে উঠেছে।
অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
বক্তারা আরো বলেন- বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সংসদে নিন্দা প্রস্তাব করে নব্বইভাগ মুসলমানের কলিজা শীতল করুন! উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক বয়কট করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশের।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার পৌর জমিয়ত সেক্রেটারি ইমাদ উদ্দিন, উপজেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন খান,দফতর সম্পাদক দিলওয়ার হোসাইন। পৌর জমিয়তের অর্থ বিষয়ক সম্পাদক হাজি জিয়া উদ্দিন,শ্রম বিষয়ক জসিম উদ্দিন।
উপজেলা জমিয়তের সদস্য খালেদ আহমদ।
সাহেদ আহমদ,বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল্লাহ,পৌর ছাত্র জমিয়ত সভাপতি শরিফ আল হাসান,পৌর যুব জমিয়তের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,সদস্য সচিব আবুল কালাম,উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি জাহিদ আহমদ,সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম,প্রচার সম্পাদক অলিউর রাহমান,বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র জমিয়ত সেক্রেটারি এবাদুর রাহমান সহ বিয়ানীবাজার এর ব্যবসায়ী সর্বস্তরের তাওহীদি জনতা। বিজ্ঞপ্তি।