কল্পনাবিলাসী ঘাটতি বাজেট ও গ্যাস, তেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ : ফখরুল
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৭:৫৮:৫২ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, একদিকে সরকারের কল্পনাবিলাসী ঘাটতি নির্ভর বাজেট অপরদিকে দফায় দফায় জ্বালানি গ্যাস, ভোজ্যতেল সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ ও নিম্নবিত্তের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আরেক দফায় গ্যাস ও ভোজ্যতেলের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব বাজারের সকল পণ্যের উপর পড়লে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় অধিকাংশ পণ্য মানুষের ক্রয়ক্ষমুার বাইরে চলে গেছে। এভাবে কোন দেশ ও রাষ্ট্র চলতে পারেনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রæত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হবে।
তিনি শুক্রবার (১০ জুন) সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগরীর কার্যকরি পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক বন্যায় বিপুল ক্ষতিগ্রস্ত সিলেটের মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছে। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোন পদক্ষেপ না নেয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের খেটে খাওয়া অসহায় মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। মহানগর জামায়াতের পক্ষ থেকে সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করা হয়।