মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৮:৫৪:১৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে শনিবার (১১ জুন) সকাল আদালতের সম্মেলন কক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ কনফারেন্স।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সাক্ষীর প্রতি ইস্যুকৃত অ-তামিলকৃত প্রসেসের ঘঊজ আদালতে প্রেরণ এবং সময়সীমা নির্ধারিত এরূপ মামলার ক্ষেত্রে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল কিংবা আইনানুযায়ী বিলম্বের কারণ আদালত অবহিত করার জন্য অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সাল জামান লাশ চালান ফরোয়ার্ডিং-এ থানা থেকে হাসপাতালে প্রেরণের সময় উল্লেখ করার জন্য অফিসার ইনচার্জগণের দৃষ্ঠি আকর্ষণ করেন। জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি এ.এস.এম আজাদুর রহমান আজাদ তাঁর বক্তব্যে জখমীর চিকিৎসা সংক্রান্ত হাসপাতালের টিকেট/স্লীপে জখমের স্থান উল্লেখ করার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতিনিধির দৃষ্ঠি আকর্ষণ করেন। বিভিন্ন থানা থেকে আগত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য উপস্থিতি কর্র্তৃক উত্থাপিত বিভিন্ন সমস্যার আইনি সমাধান পাবার আশা ব্যক্ত করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান বলেন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ঠ অন্যান্য বিভাগের ইতিবাচক পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। তিনি বলেন, জেলার বিভিন্ন থানায় তদন্তাধীন থাকা মামলার তদন্ত কার্য দ্রুততা ও দক্ষতার সাথে আইনের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ ও যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করত: তাদের নিরাপত্তা বিধান, গ্রেফতারের পর আইনের নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোপর্দ করতে হবে। পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার, নিষ্পত্তির নিমিত্তে পি.আরমূলে জব্দ থানা মালখানায় থাকা আলামতের তালিকা তৈরি করে আদালতে প্রেরণ ও মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহের সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য বিচারক ও থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ঠ সকলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।
কনফারেন্স-এ অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, বেগম মুমিনুন্নিসা খানম, সাইফুর রহমান,মোহাম্মদ দাউদ হাসান ও বেগম হোসনে আরা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান ও মোহাম্মদ জিয়াউল হক,সহকারী জর্জ জনাব মুমিনুল হক, বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মোঃ রেজাউল করিম চৌধুরী, জেলা আইনজীবী সমিতি সভাপতি এ.এস.এম আজাদুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ,আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ডাঃ আহমদ ফয়সাল জামান,র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প-এর প্রতিনিধি ডিএডি; সেক্টর কমান্ডার, বিজিবি সদর দপ্তর,পুলিশ সুপার, পিবিআই-এর প্রতিনিধিসহ জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।