বিশ্বনাথ আ’লীগ সভাপতি পংকি খান আর নেই
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৮:০১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান আর নেই। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ( ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।
পংকি খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছুদিন আগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পংকি খানের স্ত্রী, সন্তান এবং অন্যান্য আত্মীয়-স্বজন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের সাথে যোগাযোগ করে জানাজার সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে।