র্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৮:২৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জুড়ে র্যাবের পৃথক অভিযানে ৩০ বোতল ফেনসিডিল, ১৮৮ বোতল বিদেশী মদ এবং ২২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল ৯ জুন সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. আব্দুল করিম (৩৫) ও আকতার মিয়াকে (৪৮) গ্রেপ্তার করে। একই দিনের অপর আরেক অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকা থেকে ১৮৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
একই দিনে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক চয়ন জরা (১৯) ও সুমন তাতীকে (২৪) গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।