৮ বছরে আহত ১৫২ ফায়ার সার্ভিস কর্মী
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৮:২৭:৫৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : আগুনসহ যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় সবার আগে সাড়া দিয়ে থাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। প্রাণের মায়া তুচ্ছ করে দুর্ঘটনায় সাড়া দিতে গিয়ে প্রায় দগ্ধ ও আঘাতপ্রাপ্ত হতে হয় অগ্নিযোদ্ধাদের। তবে গত ৮ বছরে অন্যসব বিভাগের তুলনায় চট্টগ্রামে সবচেয়ে বেশি অগ্নিযোদ্ধা আহত হয়েছেন। এমনকি প্রাণও দিয়েছেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত গত ৮ বছরে আহত হয়েছেন ১৫২ অগ্নিযোদ্ধা। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে। সেখানে ৩৬ জন আহত ও ৮ জন নিহত হয়েছেন। এরপর যথাক্রমে বরিশালে ২৪ জন, ঢাকায় ২০, রংপুরে ১৪, সিলেটে ৯, খুলনায় ৫ ও ময়মনসিংহ ২ জন আহত হয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, বন্দরনগরী চট্টগ্রামে নানা ধরনের কনটেইনারের পাশাপাশি রয়েছে তেলের ডিপোও। ফলে সেখানকার আগুনের ঘটনাগুলো সব সময়ই ভয়াবহ থাকে। তাছাড়া শিল্পকেন্দ্রিক আগুন মোকাবেলার জন্য আলাদা করে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা না থাকার কারণেও অনেক ক্ষেত্রে চট্টগ্রামের আগুনে হতাহতের ঘটনা বেশি ঘটে।
ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, চট্টগ্রামের অধিকাংশ স্থাপনা শিল্পকেন্দ্রিক। এ ধরনের স্থাপনায় আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নিযোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ও যন্ত্রপাতির দরকার হয়ে থাকে। নানা সীমাবদ্ধতার কারণে এখনো শিল্পের জন্য বিশেষায়িত ইউনিট গঠন বা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়নি। ফলে চট্টগ্রামের আগুন ও দুর্ঘটনায় অগ্নিযোদ্ধারা বেশি আক্রান্ত হয়ে থাকেন।