লেকসিটি আবাসিক এলাকায় গেইট ও সিসি ক্যামেরার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৮:৩৫:১০ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের অন্তর্গত লেকসিটি আবাসিক এলাকায় সিসি ক্যামেরা এবং নবনির্মিত গেইটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিভাবে গেইট ও সিসি ক্যামেরার উদ্বোধন করেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান কামরান। অনুষ্ঠানে এলাকার নেতৃত্বস্থানীয়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লেকসিটি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুস শুকুর সাহেবের সভাপতিত্বে, সেক্রেটারী নিয়ামুল ইসলাম খান ও সিনিয়র সদস্য আব্দুল জব্বার শাহীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার হোসাইন আহমদ, সোসাইটির উপদেষ্টা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুজ্জামান, উপদেষ্টা মোহাম্মদ আমির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী কবির, চৌধুরীর ফারুক আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ শাহিন মিয়া, বেলায়েত মিয়া, কবির আহমদ, আবুল কালাম, সাবুর আহমদ চৌধুরী প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি