ছাতকে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ১০:৪১:১৭ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের চৌকা সংলগ্ন এলাকায় বাস গাড়ি চাপায় ১ বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আজহার আলী (৬৫)। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের পুত্র। শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে চৌকা পয়েন্টে আসার পথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও জাউয়াবাজার অভিমুখী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সড়কের পাশে দাঁড়ানো পথচারী আজহার আলীকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে তিনি গুরুতর আহত হন। আহত আজহার আলীকে স্থানীয় লোকজন উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি (নং ঢাকা মেট্রো-ব ১১-৮৪৯৯) জব্দ করা হয়েছে।